শিরোনাম

ধুনটে বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী - Chief TV - চিফ টিভি

chief-tv-news



চিফ টিভি ডেস্কঃ
বগুড়ায় ধুনটে আলামিন (২৭) নামে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে বিয়ের দাবিতে চার দিন ধরে অনশন করছেন ওই ছাত্রী।নিজেকে আলামিনের প্রেমিকা বলে দাবি করে এ অবস্খান নিয়েছেন তিনি।

আলামিন উপজেলার চিকাশী গ্রামের আনছার আলীর ছেলে । মেয়েটি তার বাড়িতে আসার পর থেকে এ পর্যন্ত সে পলাতক রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ জানুয়ারি) আলামিনের বিরুদ্ধে থানায় মামলা করেন ছাত্রীর বাবা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি স্থানীয় ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কুল, চিকাশীর একাদশ শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর ধরে আলামিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ অবস্থায় সোমবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন ওই তরুণী। তাই তার প্রেমিক আলামিন তাকে তার বাসায় নিয়ে বিয়ের কথা বলে। এরপর আলামিন বিয়ে না করে বান্ধবীকে বাড়িতে রেখে পালিয়ে যায়। ওই দিন থেকেই মেয়ে শিক্ষার্থীরা বিয়ের দাবিতে অনশন করে।

এ প্রসঙ্গে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, আরমিন বিয়ের কথা বলে, তারপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে নিখোঁজ হয়। আমি এক বছর ধরে তার সাথে সম্পর্ক করেছি। তুমি আমাকে বিয়ে না করলে আমি এই বাড়িতেই থাকব।"

মন্তব্যের জন্য আলামিনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তবে আলামিনের বাবা আনছার আলী জানান, মেয়েটি বাড়ি ফেরার পর তার ছেলে ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি জানি না তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কি না। আমি সমস্যা সমাধানের চেষ্টা করছি ধুনট থানার উপ-পরিদর্শক মঞ্জুর মুরশিদ বলেন, এ মামলার চার্জশিট পেয়েছি। স্থানীয়ভাবে এ সমস্যার সমাধান করা হচ্ছে। যদি উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারে তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই