শিরোনাম

মনের মানুষকে “ভালোবাসি” বলার দিন আজ - Chief TV - চিফ টিভি

মনের মানুষকে “ভালোবাসি” বলার দিন আজ - Chief TV - চিফ টিভি
ছবিঃ সংগৃহীত

চিফ টিভি, ডেস্কঃ

আবেগ প্রকাশের একমাত্র মাধ্যম হলো ভালোবাসা। এই আবেগ প্রকাশের অনুভূতি যেন অন্যরকম। শৈশবকাল থেকে চিরন্তন ভালোবাসার গল্প আমরা সবাই পড়েছি। ১৪ ফেব্রুয়ারির সর্বাধিক প্রতীক্ষিত ভালোবাসা দিবসের পূর্ববর্তী ভ্যালেন্টাইনস সপ্তাহে আপনার ভালোবাসা প্রকাশের চেয়ে আর ভালো উপায় কী হতে পারে। ভ্যালেন্টাইনস সপ্তাহের ৮ ফেব্রুয়ারি ‘প্রপোজ ডে’ হিসেবে পালিত হয়। আর মনের মানুষকে মনের কথা জানানোর জন্য এই দিনটিই তাই সবচেয়ে সুন্দর দিন।

আজকের দিনটি ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। যা কি-না সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হয়। গতকাল ছিল ভালোবাসার মানুষকে গোলাপ দেওয়ার দিন অর্থাৎ ‘রোজ ডে’। আজ প্রপোজ ডে, আর আপনি চাইলে এই দিনে নিজের মনের কথাটি আপনার পছন্দের মানুষকে বলে দিতে পারেন।

বিশেষ মানুষটিকে মনের কথা জানিয়ে দেওয়াটা এত সহজ নয় কারণ আপনি কী বলবেন এবং কী করতে চাচ্ছেন তা আগে থেকেই গুছিয়ে নেওয়া দরকার।

কোন মন্তব্য নেই