বদলগাছীতে বিরোধপূর্ণ পুকুরে প্রভাবশালীর মাটি কেটে বিক্রি - Chief TV - চিফ টিভি
বুলবুল আহমেদ, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে বিরোধপূর্ণ পুকুরে ক্ষমতার দাপট দেখিয়ে ভিকু দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগ প্রভাবশালী আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘড়িয়া এলাকার আমেরিকা প্রবাসীর ছেলে প্রভাবশালী আবুল কালাম আজাদ এর সাথে একই এলাকার গ্রামপুলিশ শহিদুল ইসলামের দীর্ঘ জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে।
জমাজমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বেশকিছু দিনের মধ্যই বিরোধপূর্ণ জমির মামলার রায় প্রকাশ হবে। মামলার রায় হওয়ার অপেক্ষামান। মামলার রায় হওয়ার আগে বিরোধপূর্ণ ঐ পুকুরে প্রভাবশালী ব্যাক্তিরা মাটি কেটে বিক্রি করায় বাদী শহিদুল হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।
ইতিমধ্যে বিরোধপূর্ণ ঐ পুকুরে মাটি কাটা বন্ধের জন্য বদলগাছী থানা,বদলগাছী উপজেলা ভূমি অফিস,ইউএনও অফিসে আবুল কালাম আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন কোলা ইউপির গ্রামপুলিশ শহিদুল ইসলাম।
এবিষয়ে বিবাদী আবুল কালাম আজাদ বলেন,আমার পুকুরে আমি মাটি কেটে সংস্কার করছি, তাতে কে কোথায় অভিযোগ দিলো তাতে আমার কিছু যায় আসেনা।
এবিষয়ে ভুক্তভোগী বাদী গ্রামপুলিশ শহিদুল ইসলাম বলেন, আমার এলাকার প্রভাবশালী আবুল কালাম আজাদের পরিবারের সাথে দীর্ঘ দিন জমাজমি নিয়ে বিরোধ চলছে।জমি নিয়ে আদালতে মামলার রায় ও অপেক্ষামান। কিন্তু হঠাৎ ঐ জমির পুকুর থেকে ভিকু দিয়ে মাটি কেটে বিভিন্ন যায়গায় বিক্রি করছে। আশা করি আমার পক্ষে জমির রায় আসবে। রায়ের আগেই সেই পুকুরে মাটি কেটে বিক্রি করছে। মাটি কাটা বন্ধের দাবি জানাই।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আতিয়া খানম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই