শিরোনাম

জুটি বাঁধলেন চিত্রনায়ক আমান রেজা ও সোহানা - Chief TV - চিফ টিভি

জুটি বাঁধলেন চিত্রনায়ক আমান রেজা ও সোহানা - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

বিনোদন প্রতিবেদকঃ 

ঢাকাই চলচ্চিত্রের নায়ক আমান রেজা। চলচ্চিত্র ও বিজ্ঞাপন চিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। 

সম্প্রতি এই অভিনেতা একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। গানের শিরোনাম ‘তৃষ্ণা’। ফয়সাল খান রিপনের কথায় গানটি গেয়েছেন আমেরিকান প্রবাসী কণ্ঠশিল্পী সোহানা শিউলি। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুবেল। এতে আমানের সঙ্গে মডেল হয়েছেন গায়িকা সোহানা শিউলি নিজে।  

সাথে ছিলেন, সাদিয়া ও আকশ। সুদীপ্তর কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল খান রিপন।

এ প্রসঙ্গে আমান রেজা বলেন, অনেক আগে মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলাম। এরপর সেভাবে আর কাজ করা হয়নি। চলচ্চিত্র-নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত হয়ে যাই। অনেক বছর পর মিউজিক ভিডিওতে কাজ করলাম। মূলত গানের কথাগুলো এবং গায়কী ভালো লাগাতেই কাজটি করতে আগ্রহী হয়েছি। আশা করছি, গান-ভিডিও প্রকাশ পেলে সবার ভালো লাগবে।

জানা গেছে, খুব শিগগিরই ‘তৃষ্ণা’ শিরোনামের মিউজিক ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই