শিরোনাম

পাঁচবিবিতে নির্বাচনী মাঠে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী - Chief TV - চিফ টিভি

পাঁচবিবিতে নির্বাচনী মাঠে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

আসন্ন পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন পাঁচবিবি পৌর মহিলা আ-লীগের সাধারণ সম্পাদক মোছাঃ রেবেকা সুলতানা। 

তিনি ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় পাঁচবিবি শহরের তিনমাথা টু পাঁচমাথা সড়কের পাশে বিভিন্ন দোকান,ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনতার মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগে তার এই প্রার্থী হবার কথা জানান দিলেন। এছাড়াও তিনি দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন পাড়া-মহলায় গ্রামেগঞ্জে  ও বাসা বাড়িতে।

জানা যায়,তিনি বর্তমানে উপজেলার বালিঘাটা (খাসবাগুড়ী) টিএনটি পাড়া গ্রামের বাসিন্দা জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনদরদী নেতা মীর রেজাউল করিমের সহধর্মিনী। এছাড়াও তিনি জয়পুরহাট জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ রেবেকা সুলতানা বলেন, স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে গণ মানুষের খাদেম হয়ে সেবা করে যেতে চাই। তিনি তার জন্য সমর্থন,দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

কোন মন্তব্য নেই