শিরোনাম

সোনাতলায় মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

সোনাতলায় মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

মামুন, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি রবিবার সারাদিন ব্যাপী অত্র বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম আহসান হাবীব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।

উপজেলার পাকুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সোনাতলা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মোঃ মোনারুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানের শুরুতেই মানপত্র পাঠ করে অত্র বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মোঃ জিসান, কবিতা আবৃত্তি করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এস এম শাহরিয়ার সাঈদ, বিদায়ী মানপত্র পাঠ করে অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থী ইমাম হোসেন সুমন এবং বিদায়ী মানপত্র পাঠ করে অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থী শাহরিয়ার সিয়াম।

আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এ বছরে বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের মোট ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জি এম আহসান হাবীব।

এছাড়াও উক্ত পরীক্ষায় সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে শতভাগ ফলাফল উপহার দেয়ার আশা ব্যক্ত করেন তিনি।

কোন মন্তব্য নেই