ধুনটে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যুবলীগ নেতার উপর হামলার অভিযোগ - Chief TV - চিফ টিভি
সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের সহ সভাপতি আলিম আল রাজি বুলেট (৪৫) এর উপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও তার সহযোগী আরও ৪/৫ জনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ৭ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা শহরের এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি চা দোকানে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বুধবার দুপুরে যুবলীগ নেতা আলিম আল রাজি বুলেট একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও জুয়েল সহ অজ্ঞাত আরও ৪/৫ জন অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে বুলেটের উপর হামলা করে। এসময় বুলেট নিজেকে রক্ষা করতে গেলে মাইদুল ইসলাম রনি বুলেটের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। তখন হামলাকারী আরও ৪/৫ জন বুলেটকে লাঠি দিয়ে মারধর করে।
মারধরের একপর্যায়ে বুলেটের পকেটে থেকে ৭ হাজার ৫শত টাকা তুলে নেয় মাইদুল ইসলাম রনি। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে নানা ভয়ভীতি প্রদর্শন করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা বুলেটকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।
এবিষয়ে মাইদুল ইসলাম রনি বলেন, আমার সাথে বুলেটের সাথে সামান্য হাতাহাতির ঘটনা ছাড়া তেমন কিছুই হইনি। তার পকেট থেকে ৭ হাজার ৫ শত টাকা তুলে নেওয়ার বিষয়টি সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সৈকত হাসান জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই