সারিয়াকান্দিতে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান করলেন- ইউ এন ও - Chief TV - চিফ টিভি
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর ভিটাপাড়া গ্রামের সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকার চেক, ২ বান্ডিল টিন ও ৫ টি কম্বল প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান । এ সময় উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ তারিফুল ইসলাম।
জানা গেছে, গত রবিবার বিকাল সাড়ে চারটায় ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর ভিটাপাড়া গ্রামের শ্রী সুদিস চন্দ্রের দুইটি টিনের ঘর অগ্নি সংযোগে আসবাবপত্রসহ আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়।
কোন মন্তব্য নেই