শিরোনাম

বগুড়ায় গণমাধ্যমকর্মীর মোবাইল কেড়ে নিয়ে হুমকি দিলেন আ.লীগ নেতা - Chief TV - চিফ টিভি

বগুড়ায় আ.লীগ নেতার গণমাধ্যমকর্মীর মোবাইল কেড়ে নিয়ে হুমকি - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতীকী

সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলার দুপচাচিয়া থানার শাহারপুকুর এলাকার গোবিন্দপুর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে টিকিটের বিনিময়ে অশ্লীল নৃত্য প্রদর্শন চলছে এমন সংবাদের ভিত্তিতে চিফ টিভির দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনকালে এবং ভিডিও ফুটেজ গ্রহণের সময় গোবিন্দপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ ও তার সহযোগীরা গণমাধ্যমকর্মী আরিফুলের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আটকে রেখে সকল ফুটেজ ডিলিট করেন।

এসময় প্রতিনিধির উদ্দেশ্যে, আওয়ামীলীগের সভাপতি আমিনুর ইসলাম পলাশ বলেন, "থানা কন্টাক্ট করে নাচাচ্ছি কি কম পাওয়ারে?"

এসময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু বলেন "এসকল নেতাকর্মীরা আওয়ামিলীগ এর নাম ভাঙিয়ে এসব করে। এদের আইনের আওতায় এনে শাস্তির প্রত্যাশা করেন তিনি এবং এই ঘটনার সুবিচার দাবী করেন"

দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ এর সাথে এ বিষয় এ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, টাকা লেনদেন বিষয়ে থানা কিছু জানেনা। তবে গণমাধ্যম কর্মীর সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকলে লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে তদন্ত করে সু-ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই