৪৩২ বোতল ফেন্সিডিল সহ সাবেক এমপির গাড়ি আটক - Chief TV - চিফ টিভি
সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টার, চিফ টিভিঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যের (এমপি) শুল্কমুক্ত পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
এ সময় সুজন হোসেন (২৯) নামে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) ১২টা নাগাদ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন এ তথ্য জানান। তবে ওই এমপির নাম ও দলীয় পরিচয় প্রকাশ করেনি র্যাব।
এর আগে, গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে ওই সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ সুজনকে গ্রেফতার করা হয়।
এ সময় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

কোন মন্তব্য নেই