বগুড়ায় বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে শহীদ মিনার ভাঙ্গার অভিযোগ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া আর এম পি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনার ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার(২৭ শে ফেব্রুয়ারী) দুপুরের দিকে এঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোন কারণ ছাড়াই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামের নির্দেশ এবং স্বেচ্ছাচারিতায় শহীদ মিনারটি ভেঙ্গে ফেলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম ও মড়িয়া আর এম পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষের কাছে জানতে চাইলে তারা চিফ টিভি'কে শহীদ মিনারটি ভাঙ্গার দায় স্বীকার করে বলেন, শহীদ মিনারটি অনেকদিন যাবত অপরিতক্ত্য অবস্থায় ছিলো,পাশের প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকায় তেমন কেউ এখানে নজর দেয়না, এছাড়াও অনেক বছর আগের পুরনো শহীদ মিনারটির অনেকাংশই নষ্ট হয়ে গিয়েছিল। বিদ্যালয়ের কাঠামোগত দিক থেকেও অসুবিধা হচ্ছিলো।
তাই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মিনারটি নতুন করে নির্মাণ ও স্থানান্তরের জন্য ভাঙ্গা হয়। নতুন শহীদ মিনার নির্মানের জন্য স্কুলটির সামনের পুকুর ইতিমধ্যে ভোরাট করা হয়েছে। খুব শীঘ্রই নির্ধারিত স্থানে উন্নতমানের শহীদ মিনার নির্মান কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হবে।
একটি প্রশ্নের জবাবে তিনি আরোও বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা উপজেলা শিক্ষা অফিসারকে শহীদ মিনারটি ভাঙ্গার কথা লিখিতভাবে না জানালেও ২৮শে (ফেব্রুয়ারী) বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক একটি অনুসন্ধানী দল বিদ্যালয়ে আসলে তাদের কাছে শহীদ মিনারটি ভাঙ্গার নির্দিষ্ট কারণ এবং পুনরায় নির্মাণের জন্য একটি লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই