সারিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এমপি ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে জমকালো আয়োজন, ব্যাট-বলের দারুণ লড়াই ও উৎসবের আমেজে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এমপি ক্রিকেট প্রিমিয়ার লিগ (সিজন-৪) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে ফাইনাল খেলায় থ্রি-স্টার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল স্ট্রাইকার্স। ১৫ ওভারের খেলায় বিজয়ী দলকে ৩০ হাজার ও রানার আপ দলকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদরা মান্নান। খেলার উদ্বোধন করেন, সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এমপি র্স্পোটস একাডেমির সভাপতি আব্দস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান,উপজেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এমপি র্স্পোটস একাডেমির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ইতির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, টূর্ণামেন্ট উদযাপন কমিটির উপদেষ্টা প্রাক্তন খেলোয়াড় খায়রুল আলম, মাশেদুল হক ঠান্ডা, বণিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদশা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুন জিয়াউল হক রতন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক সোহেল রানা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান মুনজু, ক্রীড়া সংস্থার সদস্য রাশদেুল ইসলাম মুনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম,যুবলীগ নেতা পারভেজ মাহমুদ জাতীয় নারী ক্রিকেট দলের অল রাউন্ডার রিতু মনি, সহকারী অধিনায়ক নাহিদা আকতার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্মরণে “তারুণ্যের চোখে আব্দুল মান্নান" বই এর মোড়ক উম্মোচন করেন।
কোন মন্তব্য নেই