পলিটেকনিক ছাত্র জুনায়েদ হত্যার মূল হোতা আটক - Chief TV - চিফ টিভি
সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টার, চিফ টিভিঃ
গত ২১ অক্টোবর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার শাজাহানপুর থানার সুজাবাদ এলাকায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র জুনায়েদ আহমেদ (১৭) অটোতে বেজোড়া যাওয়ার পথে বনানী এলাকায় রাস্তার উপর অজ্ঞাতনামা ৯/১০ জনের মোটরসাইকেল বহরের সাথে অটো লেগে যায় এবং কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামারা জুনায়েদ কে এলোপাথারি মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সে রাতেই ০৯.৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে।
জানা যায়, নিহত জুনায়েদ শাজাহানপুর থানার সুজাবাদ এলাকার মোঃ আব্দুল জব্বার এর ছেলে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন এবং বগুড়া র্যাব-১২ এর চৌকস গোয়েন্দা দল আসামীদের দ্রুত গ্রেফতার তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আনুমানিক ০৪.৩০ এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৪ ময়মনসিংহ এর যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার কালাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রাসেল (২২) গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামি রাসেল বগুড়া সদরের বিহারি কলোনির পিতা- ইয়াসিন আলীর ছেলে।
বগুড়া র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন আমাদের জানান যে, প্রাথমিকভাবে আসামি জানায় তারা একসাথে ০৭ জন থাকলেও সঙ্গীয় একজন এবং সে অটোরিক্সা চালকসহ তিনজনকে ছুরি দিয়ে আঘাত করেছিলো তারা।
আসামী রাসেলের বিরুদ্ধে ইতপূর্বে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা, সদর থানায় একটি অস্ত্র মামলা এবং চাঁদাবাজি ও মারপিট মামলা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কোন মন্তব্য নেই