রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এমপি - Chief TV - চিফ টিভি
চিফ টিভি, ডেস্কঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নিজেই রাস্তায় দাঁড়িয়ে কাজ করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়,সড়কের মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে দুপাশে চলাচল করা যান নিয়ন্ত্রণে কাজ করছেন এবং সড়কে চলাচলরত এলাকাবাসীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (১৯ ফ্রেব্রুয়ারি) নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সড়কে এ দৃশ্য দেখা যায়।
এর আগে রোববারও সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করেন মোহিত উর রহমান শান্ত।
এ দৃশ্যে দেখে উচ্ছ্বসিত নগরবাসী বলেন, এমপি শান্ত এ শহরের সন্তান। এ শহরের প্রতি তার দরদ অনেকটাই বেশি। তার বাবা প্রিন্সিপাল মতিউর রহমান এ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী ছিলেন। তিনিও এ সদরের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। তার ছেলে পিতার পদাঙ্ক অনুসরণ করবেন এটাই স্বাভাবিক।
কোন মন্তব্য নেই