শিরোনাম

র‍্যাবের বিশেষ অভিজানে পলাতক আসামি আটক - Chief TV - চিফ টিভি

র‍্যাবের বিশেষ অভিজানে পলাতক আসামি আটক - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টার, চিফ টিভিঃ

আজ ১২ ই ফেব্রুয়ারি ‘বগুড়া র‍্যাব ১২’ এর একটি অভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অপারেশন পরিচালনা করেন এবং সফল হন।

জানা যায়, আজ সোমবার আনুমানিক ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত আসামি বগুড়া জেলার কাহালু থানার লোকনাথপাড়ায় অবস্থান করছে। তারপর অভিজান পরিচালনা করে পলাতক আসামি মোঃ আবু তালেব কে গ্রেফতার করেন।

আসামি আবু তালেব বগুড়া জেলার দুপচাচিয়া থানার মৃত আবু তাহের আলীর ছেলে।

আবু তালেব এর নামে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলা রয়েছে এবং ৫ বছর ০৫ মাসের সাজা এবং ৫০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৫ মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সে।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মীর মুনির হোসেন বলেন, গ্রেফতার এড়াতে ও মামলার সাজা হতে পরিত্রান পেতেই স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো আসামি আবু তালেব।

সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুপচাঁচিয়া থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই