শিরোনাম

শাজাহানপুরে সিঁদ কেটে ৫টি গরু চুরি - Chief TV - চিফ টিভি

শাজাহানপুরে সিঁদ কেটে ৫টি গরু চুরি - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

অভিনব কায়দায় মাটির ঘরের সিঁদ কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে রাত পোহালেই দুইটি গরু আহত অবস্থায় উদ্ধার হয়। 

ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা পদ্মপাড়া গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে। এতে ওই পরিবারের প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আব্দুল হাকিম জানান, প্রতি দিনের ন‍্যায় গতকাল সোমবার সন্ধ্যার পর গরুগুলো গোয়াল ঘরে তোলা হয়। বাদ এশা খাওয়া দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমে পড়ে। হঠাৎ আমি রাত ১১ টার পর প্রকৃতির ডাকে জেগে উঠি এবং টর্চ লাইট হাতে নিয়ে গোয়াল ঘর দেখে আবার ঘরে যাই। পরে প্রায় রাত্রি পৌনে ১ টায় পুনরায় গোয়াল ঘরে গিয়ে দেখে এসে আবার শুয়ে পড়ি। 

ভোর রাতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে গরুগুলো বের করতে গোয়াল ঘরে যাই। তৎক্ষণাৎ দেখি গোয়াল ঘরে ৫টি গরু নাই। গোয়াল ঘরের ঠিক জানালার নিচে একটি বড় সুরঙ্গ করে চোরেরা গরুগুলো বের করে নিয়ে গেছে। 

এমতাবস্থায় আমি ডাক চিৎকার করতে থাকি। চ‍িৎকার শুনে আমার বাড়ির সবাই জেগে উঠে। পাশের বাড়ির লোকজনেরাও ছুটে আসে। সবাই চারিদিকে খুঁজতে থাকি। পরে বাড়ি থেকে একটু দূরে যেতেই বাছুর সহ একটি গাভী আহত অবস্থায় দেখতে পাই। চোরেরা গাভীটিকে ব‍্যাপক প্রহার করেও নিয়ে যেতে পারেনি। অন‍্য গরুগুলো (৩টি গরু) অনেক খোঁজাখুঁজি করেও পাইনি।

আব্দুল হাকিমের ছেলে আরিফুল ইসলাম জানান, আমার একটি বোকনা সহ বাবার একটি গাভী ও ছোট ভাইয়ের একটি গাভী নিয়ে গেছে। গোয়াল ঘরে বাছুর সহ আটটি গরু ছিল। চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য হবে প্রায়ই ৩ লাখ টাকা। আমাদের গোয়াল ঘরের সামনে দিয়ে ইটের সোলিং করা রাস্তা। তারপরও এত বড় চুরির ঘটনায় আমি ও আমার পরিবার ভীষন মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত।

স্থানীয় গ্রামবাসীরা জানান; আমাদের এলাকায় বহুদিন যাবত চুরির কোন ঘটনা ঘটে নাই। হঠাৎ এত বড় ধরনের চুরির ঘটনায় আমাদের পুরো গ্রামবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রত‍্যন্ত গ্রামীন পর্যায়ে এ ধরনের ঘটনা সত্যিই দূঃখজনক।

এবিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গরু চুরির ঘটনাটি জানতে পেরেছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।

কোন মন্তব্য নেই