কাজীপুরে বোরো চাষে কৃষকরা ব্যস্ত সময় পার করছে - Chief TV - চিফ টিভি
মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুরে বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা রোপন করে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কনকনে শীত কে উপেক্ষা করেই সকাল থেকে সন্ধ্যা পযন্ত মাঠে মাঠে চলছে হাল চাষ। উপজেলার বিভিন্ন স্হানে ঘুরে দেখা গিয়েছে মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা। নারীদেরও কৃষি কাজে সহযোগিতা করা দৃশ্য আমাদের চোখে পড়েছে।
উপজেলা কৃষি অফিসার আমাদের জানায় এবছর কাজীপুরে উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্য মাএা ধরা হয়েছে ১৩০৮০ হেক্টর, জমিতে আমন ধানের পাশাপাশি বোরো আবাদে ঝুকছে কৃষকরা। চলতি মৌসুমে শীতে বীজ তোলার তমের ক্ষতি না হওয়ায় জমিতে চাষাবাদ ঠিক মতো করা হচ্ছে কৃষি কর্মকতা জানায় এ বছর বোরো চাষের লক্ষ্য মাএা ছাড়িয়ে যাবে আশা করা যায়।
উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি চরপাড়া গ্রামের কৃষক মোল্লা মিয়া বলেন প্রতি বছর ধানের চাষ করি এ বছর করছি তবে আশা করি এই বছর ফলন অনেক ভালো হবে।
কোন মন্তব্য নেই