কাজীপুরে ৮ টি গাঁজার গাছসহ এক মাদক কারবারী গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মাহমুদুল হাসান (শুভ), কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ টি গাঁজার গাছসহ সাইফল ইসলাম নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চরাঞ্চলের তেকানি ইউনিয়নের উওর কিনারবেড় গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।
কাজীপুরে থানাসূএে জানা গেছে, গোপন সংবাদের ভিওিতে বুধবার দিবাগত রাতে কাজীপুরে থানার অন্তর্গত নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল সাইফুলের বাড়ীতে অভিযান চালায়। এসময় নিজ বাড়ির আঙিনায় লাগানো আটটি গাঁজার গাছ জব্দ করা হয়।
কাজীপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গাঁজার গাছগুলোর ওজন ১২ কেজি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত মামলা দিয়ে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই