প্রধানমন্ত্রীর হাতে বিপিএম পদক পেলেন জয়পুরহাটের পুলিশ সুপার মোঃ নূরে আলম - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
গত মঙ্গলবার পুলিশ সপ্তাহ-২৪ অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ২৩-২৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ”বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম)-সেবা” পদক পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) ও পিপিএম মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সততা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয়পুরহাট জেলায় অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হন তিনি ।
এজন্য জেলা পুলিশ সুপার মোঃ নুর আলম প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশ বিভাগসহ দেশবাসী সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কোন মন্তব্য নেই