গনসংযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা - Chief TV - চিফ টিভি
শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেল পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা মাঠ চষে বেড়াচ্ছেন। বিশেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তার ঘুম হারাম হয়ে গিয়েছে। সেই পুরাতন কর্মি আত্মীয়-স্বজন ও বন্ধুদের খোঁজ খবর নেয়া শুরু করেছেন।
১৭ (ফেব্রুয়ারী) রোজ শনিবার তিনি গনসংযোগ শুরু করেন শিমুলদাড় বাজার, কুনকুনিয়া বাজার, চকপাড়া বাজার, গাড়াবেড় বাজার, হরিনাথপুর বাজার, হরিনাথপুর চৌরাস্তা মোড়, হরিনাথপুর হাট খোলা হয়ে হরিনাথপুরের সকল বাজার। সবশেষ চরকাদাও এসে তার গনসংযোগ শেষ করেন।
তিনি যে গুলো বাজারে গনসংযোগ করেছেন আমরা তার সাথে ছিলাম। তাকে যে মানুষ এত ভালোবাসে, তা বলে শেষ করা যাবে না। সাধারণ জনগন তাকে ছাড়া অন্য কাউকে ভোট দিবে না সরাসরি বলেছে ।
সবার মুখে একটা কথা সেলিম রেজা ভাই কে. উপজেলার ভাইস চেয়ারম্যান করবো ইনশাআল্লাহ। আমরা বিপুলসংখ্যক ভোটের মাধ্যমে তাকে জয় যুক্ত করবো।
গনসংযোগ শেষ করে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা. আমাদের বলেন আমি যদি উপজেলার ভাইস চেয়ারম্যান হতে পারি তা হলে মানুষ জন যে আমারে এত ভালোবাসে তার দাম আমি অবশ্যই দিবো এবং সবাই কে সমান ভাবে দেখবো। ধনী গরীব আমার কাছে সবাই সমান। আমার কাছে কোনো কাজে মানুষ যখন আসবে, আমি সাথে সাথে তাদের কাজ করে দিবো ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই