ঢাকা থেকে নোয়াখালীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ সংগৃহীত |
চিফ টিভি, ডেস্কঃ
ঢাকা থেকে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগরীর উত্তরখান থানার হজক্যাম্প এলাকা থেকে রোববার (২৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম উপজেলার ধন্যপুর গ্রামের আনা মিয়া সরদার বাড়ির শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একদল পুলিশ র্যাব-৩-এর সার্বিক সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল রোববার বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর উত্তরখান থানার হজ্জক্যাম্প এলাকায়। অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি বলেন, রোববার এক বিশেষ অভিযানের মাধ্যমে ঢাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে র্যাব আমাদের সার্বিক সহযোগিতা করেছে।
কোন মন্তব্য নেই