চাঁদপুরে ঘুমন্ত মা-মেয়ের ওপর অ্যাসিড নিক্ষেপ, আটক ১ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ সংগৃহীত |
চিফ টিভি, ডেস্কঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুরে মা ও মেয়েকে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে মেয়ে মিলি আক্তারের অবস্থা গুরুতর। এ ঘটনায় এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা যায়, মিলি আক্তার (২০) ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী মো. সায়েম প্রবাসে থাকেন। অ্যাসিডদগ্ধ হওয়া তার মায়ের নাম রাশেদা আক্তার (৫৫)।
এ বিষয়ে ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, অ্যাসিড ছুড়ে মারার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে রাত ১টায় সফিকুল ইসলাম মানিক নামে এক যুবককে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ যুবক মিলি আক্তারের বিয়ের আগে থেকেই তাকে উত্ত্যক্ত করতেন। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, অ্যাসিডে মেয়ে মিলি আক্তারের মুখ, বুক, পিঠ, ডান হাত ও মা রাশেদা আক্তারের বাম হাত এবং ঊরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই