শিরোনাম

বগুড়ায় চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৩ - Chief TV - চিফ টিভি



বগুড়ায় চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৩ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ, স্টাফ রিপোর্টারঃ

গত মঙ্গলবার (২০ শে ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সুজাবাদ গ্রামস্থ তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে চাঁদা আদায়ের সময় র‍্যাব এক গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে তিন চাঁদাবাদীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো, বগুড়া সদরের লতিফপুর দক্ষিণপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে হযরত আলী (৪৪) ও শাজাহানপুর থানার বেতগাড়ী দক্ষিণপাড়ার রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (৩০) এবং অপরজন হলেন একই এলাকার মৃত আঃ রশিদের ছেলে শাজাহান আলী (৫২)।

বুধবার (২১শে ফেব্রুয়ারি ) দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সুজাবাদের তামিম এগ্রো কেয়ার ফিট এর সামনে কতিপয় কিছু ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলন করছে। এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার  রাত ৮টার সময় সেই স্থানে অভিযান চালিয়ে ৩ জন চাঁদাবাদীকে গ্রেপ্তার করা হয়। এসময় চাঁদাদাবী আদায়ের ০২টি রশিদ বহি, ০৬টি রশিদ, ০১টি টর্চ লাইট জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ স্বীকার করেছে রশিদ দিয়ে পন্যবাহী যানবাহন প্রতি ৩০০/- টাকা করে উত্তোলন করে।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কোমান্ডার মীর মনির হোসেন আরোও জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই