শিরোনাম

বেড়ায় যথাযজ্ঞ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন - Chief TV - চিফ টিভি

বেড়ায় যথাযজ্ঞ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

আলমগীর কবির পল্লব, বেড়া (পাবনা) প্রতিনিধিঃ

সারা দেশের মতো পাবনা বেড়া উপজেলার বিভিন্ন স্থানে যথাযজ্ঞ মর্যাদায় পালন করা হলো মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

দিবসটিকে ঘিরে বেড়া উপজেলা প্রশাসন  কর্তৃক আয়োজিত প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন  এবং রাজনৈতিক ও সুশীল সমাজের লোকজন । 

এছাড়া বিভিন্ন স্কুল কলেজ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে বের করা হয় শোক র‍্যালি। 

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠান। 


কোন মন্তব্য নেই