শিরোনাম

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে একই পরিবারের আহত ৪ - Chief TV - চিফ টিভি

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে একই পরিবারের আহত ৪ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতীকী

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ 

বগুড়ার গাবতলীত উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২৬ শে ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনারায় মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারায় মধ্যেপাড়া গ্রামের মৃত মোন্তেজার রহমানের ছেলে আব্দুল মালেক এবং তার ছেলে নুর আলম, বোন সুমি আকতার ও ভাতিজা মোমিন মিয়াকে পূর্বশত্রতার জের ধরে প্রতিপক্ষরা বেধরক মারপিটসহ বার্মিজ ছুরির আঘাতে গুরুতর আহত করে।

আরোও জানা যায়, আব্দুল মালেকের সঙ্গে একই গ্রামের ফেরদৌসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেড় ধরে ফেরদৌস ২৬ তারিখ রাতে তার দলবল নিয়ে আব্দুল মালেকের বাড়িতে হামলা করে। এতে তার পরিবারের নারীসহ ৪জন গুরুতর আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। বর্তমান তারা চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটানায় গাবতলী থানায় আব্দুল মালেক বাদী হয়ে ফেরদৌসসহ, ভোলা মিয়া, আব্দুল মমিন, জালাল হোসেন, মাছুদ মিয়া, ছাত্তার, জহুরুল ইসলাম, মোজাহিদ, সাকিল হোসেন ও মারুফকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই