শিরোনাম

কবিতাক্যাফেতে কবি ও দূর্বা সম্পাদক গাজী লতিফের স্মরণে অনন্য স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

কবিতাক্যাফেতে কবি ও দূর্বা সম্পাদক গাজী লতিফের স্মরণে অনন্য স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ সংগৃহীত

চিফ টিভি, ডেস্কঃ

কবি ও দূর্বা সম্পাদক গাজী লতিফের স্মরণে কবিতাক্যাফেতে আজ  আয়োজন করা হয়েছিলো কবির প্রতি নিবেদিত এক অনন্য স্মরণসন্ধ্যা। 

কবিতাক্যাফেতে সকাল থেকেই আয়োজকবৃন্দরা একে একে আসতে শুরু করেন। রাজশাহী থেকে মৃদঙ্গ সম্পাদক কামরুল বাহার আরিফ, সিলেট থেকে স্বনন সম্পাদক সুনীল শৈশব, বগুড়া থেকে দোআঁশ সম্পাদক ইসলাম রফিকও, ব্যাটিংজোন সম্পাদক মাহফুজ রিপন এবং জলধি সম্পাদক নাহিদা আশরাফী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, প্রধান আলোচক ছিলেন কবি ফরিদ আহমেদ দুলাল। গাজী লতিফের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেছেন কবি ফারুক মাহমুদ, কবি গোলাম কিবরিয়া পিনু , কবি ও গবেষক তপন বাগচি, প্রাবন্ধিক মামুন মোস্তফা, কবি রোকেয়া ইসলাম, কবি গোলাম মোর্শেদ চন্দন, কথাসাহিত্যিক মনি হায়দার, লেখক শারফুদ্দিন আহমেদ, সিলেট থেকে আসা ভাস্কর সম্পাদক পুলিন রায়। 

ছবিঃ সংগৃহীত

কবিতা পাঠে ছিলেন আবৃত্তিশিল্পী মনিরা মিঠি, কবি সজীব মোহাম্মদ আরিফ, কবি ও গল্পকার রফিকুজ্জামান রনি, কবি মাহমুদ পিন্টু, কবি হিরণ্য হারুন।  

এই আয়োজন একটা মাইলফলক হিসেবে কাজ করবে বলেই বিশ্বাস করি। কবি ও ছোটকাগজ সম্পাদক গাজী লতিফ, তুমি থাকবে আমাদের মাঝেই আমাদের হয়ে।

কোন মন্তব্য নেই