শিরোনাম

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত - Chief TV - চিফ টিভি

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ 

সারাদেশের ন‍্যায় সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। 

দিবসটি উৎযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। একুশের প্রথম প্রহরে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এ‍্যান্ড ক্লাব মাঠে কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পমাল‍্য অর্পন করেন স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসন। 

সকাল ১১ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-০১ আসনের সংসদ সদস‍্য সাহাদারা মান্নান। পরে শিক্ষা অফিসের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বীরমুক্তিযোদ্ধাসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই