শিরোনাম

প্রতিবন্ধিতা দমাতে পারেনি মনা বেগমকে, স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে সে - Chief TV - চিফ টিভি

প্রতিবন্ধিতা দমাতে পারেনি মনা বেগমকে, স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে সে - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

জসিম উদ্দিন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

অদম্য শক্তিতে অনেক বাধাই পেরিয়ে গেলেন জুড়ীর মনা বেগম। জন্মগতভাবে শারিরীক প্রতিবন্ধী হয়েও সে এবার শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী। সে স্বপ্ন দেখে একদিন শিক্ষক হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিবে। পরিবারের হাল ধরবে সে। শত বাধা তুচ্ছ করে এগিয়ে চলার এ উদাহরণ এলাকাবাসীর কাছেও অনুকরণীয় দৃষ্টান্ত।  

সমাজের আর দশটা সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয় মনা বেগমের জীবন। জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী তিনি। নিজের এক পা ও এক হাতের উপর ভর দিয়ে হাটে সে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ। 

মনা বেগমের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের এলাপুর চা বাগানে। শারীরিক প্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ।  

শামসউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও সাগরনাল উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাশ করে । এখন উচ্চ শিক্ষার জন্য শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজে পড়ছে সে। 

মনা বেগম বলেন, আমার বাবা একজন কৃষক, অন্যের জমি চাষ করেন। আমার আরো ২ভাই বোন লেখাপড়া করছে,তাদের পড়ালেখার খরছ যোগাতে বাবাকে হিমশিম খেতে হয়। আমাদের অভাব অনুটনের সংসার। 

মনা বেগম আরও বলেন, আমার হাঁটতে অনেক কস্ট হয়। অন্যান্যদের মতো চলাফেরা করতে পারি না, তারপরও আমি পড়ালেখা বাদ দিবো না। আমার ইচ্ছা আমি একজন শিক্ষক হবো। এটাই আমার আসল স্বপ্ন। আমি মনে করি সেই স্বপ্ন পূরণ হবে। 

মনার বাবা বলেন আমি একজন কৃষক,আমার ৫ সন্তানের মধ্যে মনা বেগম ৩য় এবং আমার ৩ সন্তান লেখাপড়া করছে। তাদের লেখাপড়া চালিয়ে যাওয়া আমার জন্যে অনেক কস্টকর। 

এ বিষয়ে সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জবা রানী চাষা জানান, মনা বেগম মেধাবী এবং ভালো ছাত্রী ছিল সে, নিয়মিত স্কুলেও আসতো। আমরা থাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কিভাবে স্কুলে আসবে, সে কি আধৌ লেখাপড়া চালিয়ে যেতে পারবে? আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। 

শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, মনা বেগম বর্তমান সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। সে দেকিয়ে দিচ্ছে যে লেখাপড়ার প্রতি আগ্রহ আর ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই বাধা দিতে পারে না। আমি সর্বদা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

কোন মন্তব্য নেই