শিরোনাম

বগুড়ায় জাতীয় স্থানীয় সরকার এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত - Chief TV - চিফ টিভি

বগুড়ায় জাতীয় স্থানীয় সরকার এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ, চিফ টিভিঃ

"স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার " এই লক্ষ্য সামনে রেখে বগুড়ায় পালিত হল জাতীয় স্থানীয় সরকার এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালীতে নেতৃত্ব দেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।   

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের  উপ-পরিচালক মাসুম আলী বেগ এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য  রাগেবুল আহসান রিপু । 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার  ফিরোজা পারভীনসহ প্রমুখ।

কোন মন্তব্য নেই