পাঁচবিবিতে রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচবিবি উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন- ২৪ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শালবন বন ও আশুলিয়ার বিলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু।
সংগঠনের সম্পাদক খালেকুল ইসলাম বকুলের সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট- ১ আসনের এমপি আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ-লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক জিহাদ মন্ডল, পৌর আ-লীগের সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম,আ-লীগ নেতা মিজানুর রহমান ও সুভাষ চন্দ্রসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংগঠনের সম্পাদক খালেকুল ইসলাম বকুল জানান, প্রায় শতাধিক বাস-মাইক্রোতে চড়ে পাঁচবিবি থেকে শালবনে যাওয়া হয় ৪ হাজার শ্রমিক এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। তারপর আমরা সকলেই নিরাপদে বাড়িতে ফিরে আসি। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি (আলহামদুলিল্লাহ)।
কোন মন্তব্য নেই