শিরোনাম

কাজীপুরে কিশোরীদের সুরক্ষা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি


কাজীপুরে কিশোরীদের সুরক্ষা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুরে স্বর্ণ কিশোরীদের সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগের অন্যতম সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি সুস্থ জাতি গঠনে স্বর্ণ কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের গুরুত্ব উল্লেখ করেন এবং সচেতন হতে আহবান জানান। 

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকতা মোমেনা পারভীন পারুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, সোশাল মার্কেটিং কোম্পানির বিভাগীয় প্রধান কাজী মোঃ জাফরুল্লাহ এবং সিনিয়র সেলস ম্যানেজার জাহিদ আহমেদ। 

অনুষ্ঠানের অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের কিশোরীদের মাঝে সোশ্যাল মার্কেটিং কোম্পানির সৌজন্য স্যানিটারী ন্যাপকিন বিতারণ করা হয়।

কোন মন্তব্য নেই