শিরোনাম

বগুড়ায় বেড়েছে ফুলের চাহিদা, বিক্রি বেড়েছে দিন ৩০ লক্ষ টাকার বেশি - Chief TV - চিফ টিভি

বগুড়ায় বেড়েছে ফুলের চাহিদা, বিক্রি বেড়েছে দিন ৩০ লক্ষ টাকার বেশি - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

ফয়সাল হোসাইন সনি, চিফ টিভিঃ

আসছে ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবস উপলক্ষে বগুড়ায় বেড়েছে ফুলের চাহিদা। ব্যবসায়ীরা বলছেন কিনতে হচ্ছে বেশি দামে বিক্রি করতেও হচ্ছে বেশি দামে। সব মিলিয়ে এই দিবস উপলক্ষে বগুড়ায় আগের চেয়ে চাহিদা বেড়েছে ২ গুন। বগুড়ার ফুলের মার্কেটে বিক্রি হচ্ছে দিনে প্রায় ৩০ লক্ষাধিক টাকারও বেশি। 

দাম বৃদ্ধির কথা জানিয়ে ব্যবসায়ীরা বলেন, ভালোবাসা দিবস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিদায় অনুষ্ঠান, তাই আমাদের আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে আবার বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। দাম বৃদ্ধির কথা জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, গোলাপ ফুলের দাম আগে ছিলো খুচরা মূল্য ১৫ থেকে ২০ টাকা এখন তা বাড়িয়ে হয়েছে খুচরা মূল্য ৩০ টাকা। জারবেরা বিক্রি হচ্ছে খুচরা মূল্য ৩০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকা, আগের মূল্যের চেয়ে ২ গুন। রজনীগন্ধা খুচরা বিক্রি হচ্ছে ২০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকা। গাঁদা ফুল বিক্রি হচ্ছে খুচরা ১০০ পিস ৭০ থেকে ৮০ টাকা। পাইকারি বিক্রি হচ্ছে ১০০ পিস ৫০ থেকে ৬০ টাকা। যা আগের মূল্যের চেয়ে বেড়ে হয়েছে ২ গুন। 

ক্রেতারা বলছেন দাম যতই বৃদ্ধি পাক, ভালোবেসে যাকে ফুল দিবো সেখানে দামদর করা কৃপণতা, দামাদামি করলে ভালোবাসার মান কমে যাবে। ভালোবাসা দিবসকে অপমান করা হবে। 

স্থানীয় ব্যবসায়ী করতোয়া ফুল ঘরের মালিক জানান, দাম আমাদের বেশি দিয়ে কিনতে হচ্ছে, আবার বিক্রিও করতে হচ্ছে বেশি। এই টা সিজন টাইম। ব্যবসার সময় এখন, দাম বেশি কেউ দেখছে না। ভালোবাসার মানুষ কে ফুল দিবে এই জন্য তারা অনেকেই দামাদামি না করেই ফুল নিয়ে যাচ্ছে। সব ধরনের ফুলের চাইতে গোলাপ ও জারবেরা ফুলের চাহিদা বেশি। তাই আমরাও লাভবান হচ্ছি।


কোন মন্তব্য নেই