বগুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
নিজেস্ব প্রতিনিধিঃ
বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিলের ফসলি জমি ও পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি কেটে পকেট ভড়ানোর হিড়িক পড়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই একটি অসাধু চক্র প্রকাশ্যে অবৈধভাবে ভেকু দিয়ে ফসলি জমিতে মাটি কাটছে। মাটি বিক্রি করছে বিভিন্ন ইটভাটায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘিতে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে অপরিকল্পিতভাবে ২০ থেকে ৫০ ফুট গভীর গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন।
ড্রাম ট্রাক, নসিমন, ট্রলি ও ট্রাকে মাটি নিয়ে যাওয়ার সময় সড়কে পড়ছে মাটি। এক্সকেভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন করে মাটি বিক্রি করা হলেও এ বিষয়ে কারো কোনো মাথাব্যথা নেই।
এতে নষ্ট হচ্ছে কাঁচা ও পাকা রাস্তাঘাট, সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থানীয় সড়ক এখন নষ্টের পথে। এই ভাবেই পাল্লা দিয়ে ভেকু দিয়ে ফসলি জমি থেকে পুকুর সংস্কারের নামে ফসলি জমি নষ্ট করে ভরাচ্ছে পকেট।
এদিকে ফসলি জমি ভোরাট করছে কিছু প্রভাবশালীরা। এতে বছর না পেরুতে উপজেলার কৃষি জমির পরিমাণ অর্ধেকে নেমে আসবে বলে জানান স্থানীন কৃষকরা।
নুনগোলা ইউনিয়নের স্থানীয় একাধিক বাসিন্দা নাম বলতে ইচ্ছুক ব্যক্তিরা বলেন, যেভাবে আমাদের বিলের জমিগুলো ভেকু দিয়ে মাটি কেটে পকেট ভরানো হচ্ছে। এতে করে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা কোন প্রতিবাদ করলেই আমাদের দেয়া হচ্ছে বিভিন্ন ভাবে হুমকী ধামকী। তাই দ্রুত কৃষিজমি কাটা ও ভরাট বন্ধ না করলে সামনে আমাদের খাদ্যের অভাব দেখা দেবে। দ্রুত এই অবৈধ মাটি কাটা ও ফসলি জমি ভোরাট করা বন্ধ না কললে সাধারণ কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হবে।
তবে এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তার সরকারি মুঠোফোন নাম্বারে একাধিক বার কল করলে তিনি কল রিসিভ করেন নাই।
কোন মন্তব্য নেই