বিয়ের দাবীতে অনশন অতঃপর, সেই নারীকে মারধর - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
ফয়সাল হোসাইন সনি, চিফ টিভিঃ
বগুড়ার গাবতলী উপজেলার মীম আক্তার নামের এক নারী জেলার শিবগঞ্জের আটমূল ইউনিয়নের সাদুরিয়া গ্রামে আজ (২২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় রেজাউলের ছেলে বিপ্লব নামের এক কিশোরের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করেন।
জানা যায়, ১৪ মাস সম্পর্ক করেন বিপ্লব ও মীম। ভুক্তভোগী নারী মীম আক্তার বলেন, এই প্রেমের সম্পর্কের মাঝে তারা বিভিন্ন জায়গায় দেখা-সাক্ষাৎ করেন এবং বিপ্লব তাকে মিথ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।
পড়ে গতকাল বিপ্লবের সঙ্গে মুঠোফোনে কথা হয় ওই নারীর (মীম আক্তার), বিপ্লব মীম আক্তার (ভুক্তভোগী নারী) কে আজ সকালে বাড়িতে আসতে বলে। সেই নারী বলেন আমি তার বাড়িতে গেলে তার বাবা মা তাকে পালিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং আমাকে মারধর করেন।
চিফ টিভি টিম, সংবাদ পেয়ে বিপ্লবের সাথে কথা বলতে তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন আটমূল ইউনিয়নের সাদুরিয়া গ্রামে যায়। সেখানে বিপ্লবের দেখা না মিললে সেই বিপ্লবের মা বলেন, আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে না। মারধরের বিষয়ে জানতে চাইলে বিপ্লবের মা বলেন মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা তাকে কোন মারধর করিনি। সে আসছে আমরা তাকে কিছুই বলিনি। বিকালে তার পরিবারের লোকজন তাকে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। পড়ে তারা কী করবে বা করছে আমরা জানিনা।
এই বিষয়ে ভুক্তভোগী নারী মীম আক্তারের পরিবারের সঙ্গে কথা হলে তারা জানান, আমাদের মেয়ের সাথে বিপ্লব প্রতারণা করেছে। আমরা আমাদের মেয়েকে সেখান থেকে নিয়ে এসেছি। এখন আমরা আইনি ব্যবস্থা নিবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, মেয়েটি থানায় এসেছে আমরা তার সাথে কথা বলছি। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
উল্লেখ্য: এই সংবাদটি প্রকাশ হবার আগ পর্যন্ত থানায় বা অন্য কোথাও এই বিষয়ে অভিযোগ হয়নি।
কোন মন্তব্য নেই