শিরোনাম

বগুড়ার নতুন অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন আরাফাত হোসেন - Chief TV - চিফ টিভি

বগুড়ার নতুন অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন  আরাফাত হোসেন - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন পাবনা জেলার ভাঙ্গুড়ার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন। মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) এমন একটি প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পাবনা জেলার ভাঙ্গুড়ার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেনকে বদলি করে বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলো।

একইসঙ্গে এই কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০নং (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

গত ২০২৩ সালের ৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আরাফাত হোসেন যোগদান করেন। এর আগে তিনি জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন।

আরাফাত হোসেন চাকরি জীবনে ৩০তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে প্রথম যোগদান করেন। এরপর তিনি ৩৩তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি প্রশাসন ক্যাডারে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম যোগদান করেন। এরপর রংপুর বিভাগে সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছিলেন। সর্বশেষ তিনি পাবনা জেলার ভাঙ্গুড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কোন মন্তব্য নেই