শিরোনাম

পাঁচবিবিতে বেদিয়া শিক্ষাথীদের সুবর্ণ মাহাতো স্মৃতি সংবর্ধনা - Chief TV - চিফ টিভি

পাঁচবিবিতে বেদিয়া শিক্ষাথীদের সুবর্ণ মাহাতো স্মৃতি সংবর্ধনা - Chief TV - চিফ টিভি


দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ 

পাঁচবিবিতে ২০২৩ সালের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় পাশকৃত বেদিয়া জাতিসত্ত্বার শিক্ষাথীদের সুবর্ণ মাহাতো স্মৃতি সংবর্ধনা অনুষ্ঠান শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেট-এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিভূতি ভূষণ মাহাতো। 

প্রধান অতিথি ছিলেন, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাবু সুদর্শন সরকার।

বিষেশ অতিথি খনজনপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক বাবু পরমেশ্বর মাহাতো, কৈজরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উপেন্দ্রনাথ মাহাতো, হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কমল মাহাতো, বেদিয়া ইযুথ নেটের যুগ্ম আহবায়ক শান্তনা মাহাতো, উচাই আদিবাসি উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক নিপেন্দ্রনাথ মাহাতে ও বীর মুক্তিযোদ্ধা বিমল মাহাতো প্রমুখ। 

শেষে উপজেলার এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় পাশকৃত  ৮০জন শিক্ষাথীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

কোন মন্তব্য নেই