শিরোনাম

ধুনটে রাস্তা বন্ধ করে জমি বর্ধিত করলেন প্রভাবশালীরা - Chief TV - চিফ টিভি

ধুনটে রাস্তা বন্ধ করে জমি বর্ধিত করলেন প্রভাবশালীরা - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে গ্রামীণ রাস্তার মাটি কেটে নিয়ে গিয়ে সেখানে বেড়া দেওয়ার ফলে যাতায়াত বন্ধ হয়ে গেছে। একারনে প্রতিদিন ওই রাস্তায় চলাচলকারী হাজারো মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই গ্রামবাসী রাস্তাটি দখলমুক্ত করার জন্য ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৮ বছর আগে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতী গ্রাম থেকে ছাতিয়ানী গ্রাম পর্যন্ত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মান করা হয়। রাস্তাটি নির্মানের ফলে জোলাগাঁতী ও ছাতিয়ানী গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে আসছিল। এ রাস্তাটি দিয়েই পাশে একটি মাদ্রাসার অধ্যায়নরত শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু গত ২৫ জানুয়ারি জোলাগাঁতী গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে হাফিজুর রহমান, মতিয়ার রহমানের ছেলে বাবলু ও দেলবার হোসেনের ছেলে হোসেন আলী ওই রাস্তাটির মাটি কেটে নিয়ে গিয়ে তাদের জমি বর্ধিত করে। এ ছাড়া রাস্তাটির মাঝখানে বাশঁ ও খুঁটি পুতে নেট জাল বেষ্টিত বেড়া দিয়ে রেখেছে। একারনে প্রায় এক মাস ধরে ওই রাস্তাটি দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রতিদিন কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম বিপাকে পড়েছে। তারা প্রভাবশালী হওয়ার ফলে নিজেদের গায়ের জোরে এমন কাজ করেছে বলে এলাকাবাসি জানায়।


এবিষয়ে জোলাগাঁতী গ্রামের জালাল উদ্দিন বলেন, রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে প্রতিদিন হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাচ্ছে। গ্রামের সবাই এ রাস্তাটি দিয়ে মাঠের ফসল বাড়িতে আনা-নেওয়াসহ চলাচল করেন। কিন্তু তারা প্রায় ১ মাস যাবত সর্বসাধারণের যাতায়াতের রাস্তাটি জোর পূর্বক বন্ধ করে রেখেছেন। যে কারণে ভোগান্তির মধ্যেই দিন পার করছেন স্থানীয়রা। অন্যদিকে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এ সমস্যার প্রতিকার পেতে এবং রাস্তাটি অবমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একারনে রাস্তা দখলকারীরা বিভিন্নভাবে গ্রামবাসীদের হুমকিও দিয়ে আসছে। তাই এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত হাফিজুর রহমান, বাবলু ও হোসেন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে সরেজমিন ও ফোন কলেও পাওয়া যায়নি।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, মানুষের চলাচলের রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। এবিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই