সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর বৃত্তি'র সাফল্য - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
গত সোমবার (১৯ ফেব্রুয়ারী) সবুর মাওঃ স্মৃতি বৃত্তির ও অলরাউন্ডার প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। আয়োজনে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল প্রতিবারের ন্যায় এবারও সাফল্য অর্জনের দিক থেকে শীর্ষে। উক্ত বৃত্তি পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করেন ৬৫ জন তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৫৫ জন বৃত্তি পেয়েছে।
সোনামুখী পাইলট হাইস্কুলের ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন উক্ত বৃত্তি পরিক্ষায়। উক্ত স্কুল থেকে প্রতিবারই অনেক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আনোয়ার আজাদ ওয়েলফেয়ারে । তারা প্রতিবারেই কল্পনাধীন সাফল্য অর্জন করেন।
সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মালেক রনু মাস্টার বলেন, আমার স্কুল থেকে প্রতিবারই আনুমানিক ৯৫% হারে বৃত্তি পেয়ে থাকে। আমরা প্রায় কাজিপুরের সকল বৃত্তি পরিক্ষায়ই শিক্ষার্থীদের অংশগ্রহণ করাই। আনোয়ার আজাদ ওয়েলফেয়ারের মতই অন্যান্য প্রতিষ্ঠানেও সোনামুখি পাইলট হাইস্কুলের সাফল্য অন্যতম। আমি আশা করছি আমার প্রতিষ্ঠান থেকে অতীতের ন্যায় ভবিষ্যতেও এমন সাফল্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সাংবাদিক মাহমুদুল হাসান শুভ সোনামুখি পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামান্নার কাছে থেকে আজকের দিনের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে, তামান্না জানায় আজকে আমরা অনেক খুশি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। একই শ্রেণির শিক্ষার্থী মিফাও বলে আজকে তারা এই বৃত্তির পুরষ্কার পেয়ে অনেক খুশি, আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের আনন্দের মতো। এক কথায় তাদের মনে ছিলো অসাধারণ আনন্দ। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পিতা-মাতাও সন্তানের এই সাফল্যে অনেক খুশি।
কোন মন্তব্য নেই