শিরোনাম

৩নং কাঁঠাল ইউনিয়ন দড়িকাঁঠাল হাই স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল- Chief TV - চিফ টিভি


ছবিঃ প্রতিনিধি
অমিত হাসান( রনি)ত্রিশাল উপজেলা প্রতিনিধিঃ

২১শে মার্চ,  ময়মনসিংহ ত্রিশাল উপজেলা, ৩ নং কাঁঠাল ইউনিয়ন দড়িকাঁঠাল  হাই স্কুল মাঠে  ইফতার পূর্ববর্তী দোয়া মাহফিলে আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে  ৩ নং কাঁঠাল ইউনিয়নের খেটে খাওয়া  শ্রমীকদের কে সাথে নিয়ে  ইফতার করেন,, আগামী ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,,   ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ ইকবাল হোসেন। 

ইফতার পরবর্তী দোয়া মাহফিলে ইকবাল হোসেন আগামী ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে  সকলের কাছে দোয়া ও সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করে,, বিশ্বের সকল মুসলিম ভাই ও বোনদের জন্য দোয়া করেন, ও  সকল কবর-বাসীর আত্মার মাগফিরাত কামনা করেন।

কোন মন্তব্য নেই