অসহায় মানুষের পাশে "একতাবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন" -Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
তানভীর আহমেদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধিঃ
একটি ভালো কাজ আর একটি ভালো কাজ কে জন্ম দেয়' এই স্লোগানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গত ২০২২ সালের ৩ অক্টোবর যাত্রা শুরু করেছিলো সেচ্ছাসেবীদের নিয়ে গঠিত একতাবন্ধন সেচ্ছাসেবী সংগঠন।
বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের পীরগঞ্জ উপজেলার ইতিহ্যবাহী বড় আলমপুর ইউস্থির অজপাড়া গ্রাম গাজী খাঁ (সোনারপাড়া) গ্রাম থেকে তরুণ মেধাবী ছাত্রদের উদ্যোগে গঠিত হয়েছিলো এ অঞ্চলের সেচ্ছাসেবী এই সংগঠনটি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে গঠিত হলেও পরবর্তীতে আশেপাশের এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অনেক শিক্ষার্থীরাও এই সংগঠনের সঙ্গে প্রতক্ষ্য বা পরোক্ষভাবে জড়িত হয়েছেন। এছাড়াও তরুণদের উদ্যোগে গঠিত এই মহান সংগঠনের সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও যুক্ত আছেন।
সূচনার পর থেকে এই সংগঠনের সদস্যরা নিয়মতিভাবে সেচ্ছায় রক্তদান করে যাচ্ছেন। যখনি কোনো জরুরি রক্তের প্রয়োজন পড়ছে তখনি একতাবন্ধনের সদস্যরা কালক্ষেপণ না করে রক্ত দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন। রক্তদান করার পাশাপাশি এই সংগঠনটি অসহায় মানুষের পাশে আর্থিক ভাবে দাঁড়ানো, দাফনের কাপড় সরবরাহ, অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র সরবরাহ, শিক্ষা, পশুপাখি শিকার থেকে রক্ষা, কুসংস্কার সহ বিভিন্ন সামাজিক সচেতনামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে।
বর্তমানে সংগঠনটির তরুণ শিল্পপতি সিনিয়া টেক্স গার্মেন্টসে'র ব্যাবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম বেলালে'র অর্থায়নে একতাবন্ধন সেচ্ছাসেবী সংগঠনটি মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। ইফতারের আয়োজন করেন।
কোন মন্তব্য নেই