শিরোনাম

৪০ শতাংশ কমেছে বগুড়া থেকে পণ্য রপ্তানি - Chief TV - চিফ টিভি

৪০ শতাংশ কমেছে বগুড়া থেকে পণ্য রপ্তানি - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতীকী

চিফ টিভি, ডেস্কঃ

পাটজাত, ফাউন্ড্রি, ভোগ্যপণ্য, কুঁড়ার তেল (রাইস ব্র্যান অয়েল), হস্তশিল্প ইত্যাদি অনেক বছর ধরে বগুড়া থেকে ইউরোপ-আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হলেও এখন হয় শুধু ভারতে।

সূত্র মোতাবেক জানা যায়, বগুড়া থেকে বিদেশে পণ্য রপ্তানি ৪০ শতাংশ কমেছে। ২০২৩ সালে রপ্তানি গন্তব্য কমে যাওয়ার কারণে সার্বিকভাবে আয় কমেছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী নেতা ও বিশ্লেষকেরা পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বাড়ানো এবং নতুন নতুন বাজার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।

২০২৩ সালে বগুড়া জেলা থেকে ভারতে ৩ কোটি ৩৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৩ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকা। 

এর আগে ২০২২ সালে বগুড়া থেকে ৫ কোটি ৭২ লাখ ডলার বা ৬২৯ কোটি ২০ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। সেই হিসাবে বগুড়া থেকে পণ্য রপ্তানি আয় ১ বছরে ২৫৫ কোটি টাকা ৪২ লাখ টাকা কমেছে। এর আগে ২০২১ সালে বগুড়া থেকে বিদেশে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৫ কোটি ৮৩ লাখ ডলার।

বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যে মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে মার্কিন ডলারের সংকটে রপ্তানি কমেছে বলেই ধারণা ব্যাবসায়ী সংশ্লিষ্ট মানুষ দের।

ইতপূর্বে ২০২০ সালে বগুড়া থেকে ৫ কোটি ২৬ লাখ ২১ হাজার ডলার, ২০১৯ সালে ৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, ২০১৮ সালে ৩ কোটি ৪০ লাখ ৪ হাজার ডলার এবং ২০১৭ সালে ১ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। ২০২৩ সালে ভারতে ৩ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা ২০২২ সালে ছিল ৫ কোটি ৭২ লাখ ডলার। ভারতের বাইরে অন্যান্য দেশে ২০২১ সালে ১৬ ধরনের ও ২০২২ সালে ১২ রকমের পণ্য রপ্তানি হলেও ২০২৩ সালে একদম হয়ইনি।

বর্তমানে পাটজাত, ফাউন্ড্রি, ভোগ্যপণ্য, কুঁড়ার তেল (রাইস ব্র্যান অয়েল), হস্তশিল্প,কারুপণ্য, টুপি, পাটজাত দ্রব্য, সেচপাম্প, মোটর পার্টস বা গাড়ির যন্ত্রাংশ, অয়েল ফিল্টার বা এয়ার ফিল্টার, সয়াবিনজাত পণ্য, তৈরি পোশাক, সৌদি রাজকীয় পোশাক, টিউবওয়েল বা নলকূপসহ বিভিন্ন ধরনের পণ্যের রপ্তানিমুখী অনেক কারখানা রয়েছে। এ ছাড়া বগুড়া থেকে নকশিকাঁথা, পাবদা, শিং মাছসহ হরেক রকম পণ্য রপ্তানি হয়ে থাকে।

কোন মন্তব্য নেই