শিরোনাম

ধুনটে সরকারি রাস্তা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ-Chief TV-চিফ টিভি

ধুনটে সরকারি রাস্তা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ-Chief TV-চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে জুয়েল রানার বিরুদ্ধে সরকারী রাস্তা থেকে ৫০ হাজার টাকা মূল্যের একটি পাকুড় গাছ অবৈধ ভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

গোপালনগর গ্রামের মিষ্টার হক জানান, গত ৯ মার্চ  তাদের গ্রামের জুয়েল রানা মরিচতলা গোপালনগর রাস্তা থেকে একটি পাকুড় গাছ অবৈধ ভাবে কেটে পাশের  মানিকপোটল গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে জুয়েল মিয়ার কাছে বিক্রি করে দেয়। পরে জুয়েল মিয়া গাছের গুলি ও ডাল পালা মানিক পোটল এলাকায়  নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাধা প্রদান করে । 

এ ঘটনায় মিষ্টার হক সরকারী রাস্তা থেকে অবৈধ ভাবে গাছ কেটে বিক্রির অভিযোগে জুয়েল রানা সহ ৩ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি অভিযোগ দিয়েছেন । 

ধুনট থানার এসআই আব্দুল মতিন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে গাছ কাটার সত্যতা পেয়ে কাটা গাছের গুড়ি ও ডালপালা জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই