বারইয়ার হাটে অভিনব কায়দায় চুরি ও মালামাল উদ্ধার- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
দোকানদারের বিচক্ষণতায় ও সিসি ক্যামেরার সহায়তায় চোর দলের একজন সনাক্ত ও মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।
শান্তিরহাট রোড এ ঢুকতেই একটু সামনে(ওয়েলফেয়ার ডাইগনেষ্টিক সেন্টারের পাশে)ফারিয়া ইলেকট্রিক এন্ড টেলিকম। ইলেকট্রনিকস ব্যাবসার পাশাপাশি উনার টেলিকম ব্যাবসা ভালোই চলে মোটামুটি।
সকালে উনি দোকান খুলতেই দুইজন কাষ্টমার আসেন। একজন একটা জিনিস দেখাতে ভিতরে গেলে আরেকজন দোকানের সামনে রাখা মোবাইল, ল্যাপটপ ও টাকার ব্যাগটা নিয়ে উধাও।
ভিতরের দাড়ি টুপিওয়ালা ভদ্র লোকটাকে দেখে উপায় নেই উনি চোরের দলের লোক।
সন্ধেহ বসত উনাকে ধরে জিজ্ঞাসাবাদ (উইথ হালকা উত্তম-মধ্যম)করে অপরাপর সহযোগীর সাথে যোগাযোগ করে মালামাল উদ্ধার করা হয়। সহযোগী রেল লাইনের পাশে ব্যাগটি রেখে লুকিয়ে থেকে ফোনে যোগাযোগের মাধ্যমে ব্যাগটি বুঝিয়ে দেয়।
অপরাধীকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই