শিরোনাম

শেরপুরের শ্রীবরদী তে টিসিবির পন্য প্রদানে অনিয়ম ২১ জন বঞ্চিত - Chief TV - চিফ টিভি

শেরপুরের শ্রীবরদী তে টিসিবির পন্য প্রদানে অনিয়ম ২১ জন বঞ্চিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
শাওন আহম্মেদ,  স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের শ্রীবরদিতে ৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের খন্চেপাড়া বাজারে  টিসিবি পন্য বিতরন করে (১৭-০৩-২০২৪)ইং রবিবারে। রমজানে একটু কমদামে ভালো পন্যের আশায় টিসিবির কার্ড প্রাপ্তরা সবাই টিসিবি পন্য নিতে খন্চেপাড়া বাজারে ডিলার পয়েন্টে উপস্থিত হয়।

পন্য বিতরেনের সময় থেকেই গ্রাহকদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরন করে আসছিলো ডিলার আমিনুল ইসলাম। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ছামসুল হক, জানায় তিনি টিসিবি পন্য নিতে গেলে তার সাথে ও খারাপ ব্যাবহার করে ডিলার আমিনুল ইসলাম, টিসিবি পন্য বিতরনের শেষের দিকে ঘটে আসল ঘটনা ৷ টিসিবির কার্ড থাকা সত্যেও ২১ জন টিসিবি পন্য   নিতে ব্যর্থ হয়৷

এ সময় সাংবাদিকগন ২১ জনের পন্য না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ ব্যবহার করে ডিলার আমিনুল ইসলাম, টিসিবি পন্য না পাওয়ায় এক পর্যায়ে ওই ২১ জন ডিলার আমিনুল ইসলামের উপর চড়াও হয় এবং বিভিন্ন ধরনের কথা বার্তা বলতে থাকে।

ঘটনার এক পর্যায়ে খবর পেয়ে ৩ নং ওয়ার্ডের মেম্বার মোতালেব আকন্দ বিষয়টি সুরাহা করার চেষ্টা করে ৷ কিন্তু তারা ও যেনো নাছোড় বান্দা টিসিবির পন্য না নিয়ে যেনো যাবেন ই না।

পরে বিষয় টি সমাধানের জন্য মোতালেব আকন্দ ডিলারের পক্ষ থেকে গ্রাহকদের কে ৩০০ টাকা করে দেবার জন্য প্রস্তাব করে।

যেহেতু রমজান মাস সন্ধা ঘনিয়ে আসছিলো তাই গ্রাহকগনকে টিসিবির পন্যের বদলে  ৩০০ করে টাকা নিয়েই ঘরে ফিরতে হলো।

কোন মন্তব্য নেই