শিরোনাম

সৈয়দপুরে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১০ টাকায় সজবি বিক্রয়- Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

জন সাধারনের মাঝে সুলভ মূল্যে ১০ টাকা কেজি দরে সবজি বিক্রী শুরু করেছে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ নীলফামারী। আজ দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা শাখা সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ১০ টাকা কেজি দরে বিভিন্ন রকমের সবজি বিক্রী শুরু করে বিভিন্ন এলাকায়। সবজির মধ্যে ছিলো এক কেজি করোলা, এক কেজি আলু, এক কেজি পিয়াজ, এক কেজি 

বেগুন ও একটি করে কফি। নীলফামারী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মহাসিন মন্ডল মিঠু বলেন, দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেনা অনুযায়ী  ইফতার পাটি আয়োজন  না করে দেশের জনসাধারনের পাশে দাড়ানোর অহবানে সাড়া দিয়ে এই কার্যক্রম শুরু হয়। পুরো রমজান জুরে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাসেল আমিন স্বপন, সৈয়দপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সারফেজার মুন্না পৌর সাধারন সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই