শিরোনাম

বিএসএফের গুলিতে লিটন মিয়া (২০) নামে একজন বাংলাদেশি যুবক আহতের অভিযোগ- Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
সৌরভ চন্দ্র রায়, লালমনিরহাট প্রতিনিধিঃ

আহত যুবক লিটন মিয়া আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোঃ মোকছেদুল ইসলামের ছেলে। আহত ওই যুবক বিএসএফের হেফাজতে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ জানিয়েছেন।  

জানা গেছে মঙ্গলবার (২৬ মার্চ) আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাত ৩টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ২০/২৫ জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এসময় বিএসএফের গুলিতে মোঃ লিটন মিয়া(২০) নামে একজন বাংলাদেশি যুবক ঘটনাস্থলে আহত হয়। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়।তার পরিবারে এখন শোকের ছায়া বইছে।

কোন মন্তব্য নেই