সিরাজগঞ্জের কাজীপুরে বেপরোয়া ইজিবাইক ও অটোরিকশা চালকরা, বাড়ছে দুর্ঘটনা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুরে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা। এদের কারুণে, চালিতাডাঙ্গা, রৌহাবাড়ী, সোনামুখী, স্হলবাড়ী, হরিনাথপুর, ঢেকুরিয়া, এইসব বাজার গুলোতে রাস্তার দুই,পাশে এমনভাবে এসব গাড়ি গুলো রাখে তার জন্য দেখা যায়, প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে।
এসব সড়ক মহাসড়ক থেকে গ্রামীণ সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে। আবার দেখা যায় তারা যেখানে সেখানে পার্কিং করে যাএী ওঠা, নামার ফলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা খবর নিয়ে জানতে পারি যে, গত মাসের ২৮ তারিখে উপজেলার চালিতাডাঙ্গা এলাকার দ্রুতগামী ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যায় মাদ্রাসার পড়ুয়া ৮ বছরের নূরানী নামক একটি মেয়ে। রাস্তার পড়ে যাবার পর শরীরের উপর দিয়ে ইজিবাইক চলে যায় এবং ঘটনাস্থলেই সাথে সাথে মারা যায় মেয়েটি।
এছাড়া গত মাসের ২৭ তারিখে উপজেলার থেকে বাড়ি ফেরার পথে হাটশিরাতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় কালের কন্ঠ সাংবাদিক সরকারী অধ্যাপক আব্দুল জলিল মারাত্মক দুর্ঘটনার শিকার হোন। ঘটনাস্থলে তার হাত ও পা ভেঙে যায়। এখন তিনি অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। এছাড়াও গড়ে কয়েক মাসে এই ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা বেপরোয়া চলাচলে ছোট, বড় অনেক দুর্ঘটনার খবর আমাদের কাছে এসেছে।
দুর্ঘটনার শিকার অনেকে আমাদের জানান,যে এসব ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চালকদের নেই, কোনো দক্ষতা, নেই কোনো ড্রাইভিং লাইসেন্স কিন্তু এরাই দাপিয়ে বেড়াচ্ছে এলাকার রাস্তাগুলোতেই। এইসব অদক্ষ চালাকদের কারুণে ঝুঁকিপূণ হয়ে গেছে সড়ক ও মহাসড়ক রাস্তা গুলো।
কাজীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, শহিদুল ইসলাম বলেন, এব্যাপারে আমরা ইজিবাইক ও অটোরিকশা মালিক সমিতির সাথে বসে আলোচনা করবো এবং দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই