শিরোনাম

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত - Chief TV - চিফ টিভি

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
ছবিঃ প্রতিনিধি
পিয়াস সরকার, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনায় ইট ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিনারুল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মিনারুল দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুন পাড়ার সার্তকের ছেলে। 

প্রত্যক্ষসুত্রে জনাযায়, বুধবার  (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে সুপার ভাটা থেকে ট্রলিতে ইট বোঝায় করে সুপার ভাটার ২শ গজ অদুরে দক্ষিন চাঁদপুর  গ্রামের  ড্রাইভার ফিনুর কাছ থেকে ট্রলিতে উঠতে যায়

এ সময় মিনারুলের পা ফসকে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। এতে তার শরীলের উপর দিয়ে ট্রাক্টর চলে যায়। সাথে সাথে তার বায়ু পথ দিয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলে যুবক মিনারুল নিহত হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে। নিহত মিনারুলের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে আছে বলে জানাযায়। 

মিনারুলের অকাল মৃত্যুতে তার পরিবারসহ ঐ গ্রামে নেমে এসেছে শোকের মাতম।

এ ঘটনায় দর্শনা থানার ওসি বিপ্লব কুমারসাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ষটি আমি শুনেছি তবে অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে ভাটা মালিকসহ ড্রাইভারের বিরুদ্ধে

কোন মন্তব্য নেই