নাচোল পৌর জাতীয় পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নাচোল পৌর শাখার সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং নাচোল পৌর শাখার সাধারণ সম্পাদক দুরুল হুদার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম, -জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ময়েন উদ্দিন, শিবগঞ্জ উপজেলা জাপা'র সভাপতি প্রফেসর আফজাল হোসেন, নাচোল উপজেলা জাপা'র সাবেক সভাপতি আজগার আলী, নাচোল উপজেলা জাপা'র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, জাপার শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রহনপুর পৌর শাখার সাধারণ সম্পাদক আমির আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও নাচোল পৌর শাখার সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম শাহীন, যুবনেতা মোহাম্মদ আলী ও হযরত আলী, ছাড়াও উপস্থিত থেকে মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড, জাতীয় পার্টিসহ তার সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদসহ এই রমজানে কবরে শুয়ে থাকা প্রতিটি পিতা-মাতা-আত্মীয়-স্বজনকে আল্লাহ্ যেনো জান্নাতের সর্বোচ্চ মর্যাদার স্থান দান করেন। এবং বর্তমান পার্টির চেয়ারম্যান গোলাম কাদের-সহ দেশ ও জাতির কল্যাণে এবং সবার মঙ্গল কামনাই মোনাজাত পেশ করেন নাচোল নূরানী মাদ্রাসার শিক্ষক মুফতি ইলিয়াস উদ্দিন।

কোন মন্তব্য নেই