দক্ষিণ জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিতে চন্দনাইশ সাতকানিয়া থেকে আলোচনায় রয়েছেন একাধিক ছাত্রনেতা- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন সমীকরণে, নতুন কমিটির রূপরেখা অনেকটা প্রস্তুত। চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় আলোচনায় রয়েছে একাধিক ছাত্রনেতা,দলীয় সুত্রে জানা যায়,চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলা ছাত্রনেতাদের হাতেই উঠতে পারে সভাপতি /সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে গুলো।
সিভি জমা দেওয়া এসব নেতার মধ্যে কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গুরুত্বপূর্ণপদ এগিয়ে আছেন কয়েকজন নেতা। তারা হলেন চন্দনাইশের ছালেহী নূর জামান তানভীর,আশরাফ নুর বাপ্পি। সাতকানিয়ার মোহাম্মদ আলী, ইয়াছিন জনি, মো. ইরফান, জয়নাল আবেদীন।
দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়,দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে মাঠ পর্যায়ে ছাত্র রাজনীতি করা ছাত্রনেতাদের অগ্রধিকার দেওয়া হচ্ছে।
যারা আলোচনায় রয়েছেন তারা সবাই গত কমিটির জেলা এবং উপজেলায় পোস্টেড এবং ক্লিন ইমেজ এর ছাত্রনেতা হিসেবে পরিচিত দক্ষিণ অঞ্জলের ছাত্রনেতাদের কাছে। অতি শ্রীঘই কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা' নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা
বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দুই দফায় বৈঠক হয়েছে। এছাড়াও জেলার সংসদ সদস্য ও মন্ত্রীর পরামর্শ নেওয়া হয়েছে। সকলের সঙ্গে সমন্বয় করেই কমিটি গঠন করা হবে। আশা করছি, আগামীসপ্তাহের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে।'
২০১৭ সালে ১৪ অক্টোবর এস এম বোরহান উদ্দিনকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর ২০২০ সালের ৪ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা
হয় । নানা অভিযোগের কারণে গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে কমিটি ছাড়াই চলছে দক্ষিণ জেলা ছাত্রলীগের রাজনীতি। নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৪ অক্টোবর পদপ্রত্যাশীদের
কাছ থেকে বায়োডাটা সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটি। গত ১৯ ফেব্রুয়ারি সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই